হেডফোন কি
হেডফোন (Headphone) হলো এমন একটি ইলেকট্রনিক্স ডিভাইস, যার মাধ্যমে কানের কাছাকাছি নিয়ে শব্দ শোনা যায়। এটা এয়ারফোন নামেও পরিচিত। অর্থাৎ এটাকে কানের কাছে নিয়ে শোনার জন্য ব্যবহার করা হয়। মূলত এটি একটি মিডিয়া আউটপুট ডিভাইস। সাধারণত, মোবাইল ফোন, পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ, ডিভিডি প্লেয়ার, এমপিথ্রি/এমপিফোর প্লেয়ারের সাথে এটা ব্যবহার করা হয়।
হেডফোন একাকী ব্যবহার করা হয় বলে অন্যের বিরক্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তবে এটা উচ্চ শব্দে বাজানো থেকে বিরকত থাকা উচিৎ। এটা আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ক্ষতি করতে পারে। বর্তমান সময়ে তারবিহীন হেডফোন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলো ওয়াইফাই ফ্রিকোয়েন্সি বা ব্লটুথ এর মাধ্যমে শব্দ শোনায়।
অনুরূপ আর্টিকেলস: