Close

স্থানীয় মান কাকে বলে? স্থানীয় মান নির্ণয় পদ্ধতি কি?

স্থানীয় মান কাকে বলে

যেকোন সংখ্যায় ব্যবহৃত নির্দিষ্ট কোনো অংকের অবস্থান প্রকাশের জন্য যে সংখ্যা প্রকাশ করা হয়, তাকে ঐ অঙ্কের স্থানীয় মান বলা হয়। যেমন, ৯৯৯ সংখ্যাটিতে প্রথম ৯ এর স্থানীয় মান ৯, এর পর ডানদিকে দ্বিতীয় ও তৃতীয় অংকের ৯ এর স্থানীয় মান হবে যথাক্রমে ৯০, ৯০০।

অর্থাৎ, একই অঙ্কের স্থানের ভিন্নতার ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়। তবে তার নিজস্ব বা স্বকীয় মান একই হয়ে থাকে। অর্থাৎ, ৯৯৯ = ৯ x ১০০ + ৯ x ১০ + ৯।

স্থানীয় মান নির্ণয় পদ্ধতি কি?

এখন আমরা ৩২০৯৪৬০০৮ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করে দেখাবো।

  • ৮ এর স্থানীয় মান ৮ একক বা ৮
  • ৬ এর স্থানীয় মান ৬ হাজার বা ৬×১,০০০=৬,০০০
  • ৪ এর স্থানীয় মান ৪ অযুত বা ৪×১০,০০০= ৪০,০০০
  • ৯ এর স্থানীয় মান ৯ লক্ষ বা ৯ × ১,০০,০০০= ৯,০০,০০০
  • ২ এর স্থানীয় মান ২ কোটি বা ২×১,০০,০০,০০০= ২,০০,০০,০০০
  • ৩ এর স্থানীয় মান ৩০ কোটি বা ৩০×৩০,০০,০০,০০০= ৩০,০০,০০,০০০

উত্তর: ত্রিশ কোটি, দুই কোটি, নয় লক্ষ, চল্লিশ হাজার, ছয় হাজার, আট।

অনুরূপ লেখা

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *