স্ক্রু গজ কাকে বলে
যে যন্ত্র ব্যবহার করে তারের ব্যাসার্ধ, ছোট দৈর্ঘ্য এবং সরু চোঙের ব্যাসার্ধ পরিমাপ করা যায় তাকে স্ক্রু গজ বলা হয়।
স্ক্রু গজের ব্যবহার
স্ক্রু গজের ব্যবহারকরে কাজগুলো করা যায় তা নিম্নে আলোচনা করা হলো।
- তারের ব্যাস নির্ণয় করা যায়;
- খুব সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা যায়;
- যেকোন পাতের পুরুত্ব নির্ণয় করা যায়;
- সরু চোঙের ব্যাসার্ধ নির্ণয় করা যায়।
স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস নির্ণয়
তারের ব্যাস পরিমাপ করতে তারটিকে স্ক্রুগজের A ও B এর মাঝে এমনভাবে স্থাপন করতে হবে যাতে তারের এক প্রান্ত A-কে এবং অপর প্রান্ত B-কে স্পর্শ করে। এবার বৃত্তাকার ও রৈখিক স্কেলের পাঠ নিতে হবে। মনে করি, রৈখিক স্কেলের পাঠ A মিলিমিটার ও বৃত্তকার স্কেলের ভাগ সংখ্যা B, সুতরাং তারের ব্যাস হবে;
ব্যাস = (রৈখিক স্কেলের পাঠ + বৃত্তকার স্কেলের ভাগ সংখ্যা × লঘিষ্ঠ গণন)
= A মি.মি. + B × লঘিষ্ঠ গণন
= A মি.মি. + B × 0.01 মিমি.
= (A + 0.01B) মিমি.
আরও পড়ুন