প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্বে আমরা শিখবো সিটি স্ক্যান কি এবং সিটি স্ক্যান কেন করান হয়? সিটি স্ক্যান ও এক্সরে এর মধ্যে পার্থক্য সমূহ।
সিটি স্ক্যান কি?
CT Scan এর পূর্ণরূপ হলো- Computed Tomography Scan (কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান)। অর্থাৎ কম্পিউটেড টমোগ্রাফি স্ক্যান কে আমরা সংক্ষেপে সিটি স্ক্যান নামে জানি। এটি এক প্রকার এক্স-রে। তবে পার্থাক্য হলো এই স্ক্যান থেকে এক্স-রে এর মত একটি ছবি নেয়া হয় না। এক্স-রে টিউবের আবর্তনের মাধ্যমে অনেক ছবি নেয়া হয়। অনেকটা শরীর টুকরো বা আলাদা করে প্রস্থচ্ছেদের ছবি নেয়ার মত। পরে ছবিগুলো কম্পিউটারের মাধ্যমে প্রক্রিয়াকরণের করে একত্রিত করা হয়।
সিটি স্ক্যান কেন করা হয়?
সিটি স্ক্যান এর মাধ্যমে শরীরের ভেতরের নিখুঁত ছবি পাওয়া যায়। ফলে দেহের ভিতরে থাকা বিভিন্ন রোগ নির্ণয়ে পরীক্ষাটি বিশেষ ভূমিকা পালন করে। যেসব রোগ নির্ণয়ের ক্ষেত্রে সিটি স্ক্যান করা হতে পারে:
- দেহে ক্যান্সার বা টিউমার নির্ণয়,
- মস্তিষ্কের যেকোন রোগ বা মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কিনা তা নির্ণয়,
- হৃদযন্ত্রের কোন রোগ বা রক্ত প্রবাহে কোন সমস্যা আছে কিনা জানতে,
- ফুসফুসের রোগ নির্ণয় করতে,
- হাড় ভাঙ্গা জনিত সমস্যা নির্ণয়,
- কিডনী তন্ত্রের কোন রোগ বা পাথর সনাক্তের ক্ষেত্রে,
- পিত্তথলি, লিভার কিংবা অগ্নাশয়ের রোগ নির্ণয়,
- এছাড়া যেসব রোগীকে হৃদযন্ত্রে পেস মেকার, ভাল্ভ বা এ জাতীয় যন্ত্র দেয়া হয়েছে তাদের সিটি স্ক্যান করতে হয়।
সিটি স্ক্যান ও এক্সরে এর মধ্যে পার্থক্য কি?
এক্সরে ও সিটিস্ক্যান এর পার্থক্য নিম্নরূপ :
ক্রঃ নং | এক্স-রে (X-ray) | সিটিস্ক্যান (CT Scan) |
01। | এক্সরে দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব দ্বিমাত্রিক হয়ে থাকে। | সিটিস্ক্যান দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব ত্রিমাত্রিক। |
02। | এক্সরে করার সময় রোগীর শরীরে কেবল মাত্র একবার এক্সরে বীমটি অতিক্রম করে। | সিটিস্ক্যান করার সময় বৃত্তাকার পথে ঘুরে অনেকগুলো সরু এক্সরে বীম রোগীর শরীরে প্রবেশ করে। |
আরও পড়ুন