প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করবো সরলরেখা কাকে বলে, তাহা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।
সরলরেখা কাকে বলে
যে রেখার উপর অবস্থিত বিন্দুগুলোর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না সেই সকল রেখাকে সরলরেখা বলে। সরলরেখা একেবারে সোজাসুজি পথে চলে। অর্থাৎ এই রেখা চলার পথে কোনো দিক পরিবর্তন করে না।
সহজ ভাবে বলতে গেলে, যে রেখা সোজাসুজি চলে তাকেই সরলরেখা বলে। সুতরাং, সরল রেখার চলার পথ সোজা হয়ে থাকে। অন্যদিকে, বক্ররেখা চলার পথে দিক পরিবর্তন করে বা বাঁকা হয়ে থাকে। সরলরেখা উভয়দিকে অসীম পর্যন্ত বর্ধমান অর্থাৎ, এই রেখার চলার পথ কখনও শেষ হয় না ইচ্ছা মতো বাড়ানো যেতে পারে। সরল রেখা বুঝানোর জন্য রেখা চিত্রের দুই প্রান্তে তীর চিহ্ন দ্বারা নির্দেশ করা হয়।
সরলরেখার কেবল মাত্র দৈর্ঘ্য আছে এবং কোনো প্রস্থ বা বেধ নেই। তাছাড়া, সরলরেখা উভয়দিকে অসীম পর্যন্ত বিরামহীনভাবে চলতে পারে বলে এই রেখার কোনো শেষবিন্দু বা প্রান্তবিন্দু থাকে না।
প্রমাণ্য সংজ্ঞা
গণিতবিদ ইউক্লিড এর মতে, ”প্রস্থহীন দৈর্ঘ্যকে সরলরেখা বলে”। তার সংজ্ঞা থেকে পাওয়া যায় যে, সরলরেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নেই।
আরও পড়ুনঃ