Close

লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কত প্রকার ও কি কি?

লিঙ্গ কাকে বলে?

যে সব শব্দ দ্বারা পুরুষ জাতি, স্ত্রী জাতি বা স্ত্রী-পুরুষ উভয় জাতি অথবা কোনো অচেতন পদার্থকে বুঝায়, তাদেরকে লিঙ্গ (Gender) বলা হয়। যেমনঃ বাবা, বাঘ, ছাগল, চেয়ার ইত্যাদি।

লিঙ্গের প্রকারভেদ

লিঙ্গ চার প্রকার। যথাঃ

  1. পুংলিঙ্গ
  2. স্ত্রীলিঙ্গ
  3. উভয় লিঙ্গ ও
  4. ক্লীব লিঙ্গ।

পুংলিঙ্গ:

যে সব শব্দ দ্বারা কেবল মাত্র পুরুষ জাতি বুঝায়, তাদেরকে পুংলিঙ্গ বলে। যেমন- ভাই, বাবা, দাদা, ইত্যাদি।

স্ত্রীলিঙ্গ

যে সব শব্দ দ্বারা কেবল স্ত্রী জাতিকে বুঝায়, তাদেরকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন- মা, দাদী, বোন, চাচী, খালা ইত্যাদি।

উভয় লিঙ্গ

যে সব শব্দ দ্বারা স্ত্রী-পুরুষ উভয় জাতিকেই বুঝায়, তাদেরকে উভয় লিঙ্গ বলা হয়। যেমন- শিশু, ছাগল, পাখি ইত্যাদি।

ক্লীবলিঙ্গ

যে সব শব্দ দ্বারা স্ত্রী, পুরুষ বা উভয় জাতি না বুঝিয়ে কোনো অচেতন পদার্থ বুঝায়, তাদেরকে ক্লীব লিঙ্গ বলা হয়। যেমন- চেয়ার, বই, টেবিল ইত্যাদি।

লিঙ্গ পরিবর্তন করার নিয়ম

প্রধানত তিনটি উপায়ে ‘পুংলিঙ্গ’ শব্দকে ‘স্ত্রীলিঙ্গ’ শব্দে পরিবর্তন বা রুপান্তর করা যায়। যথাঃ

  1. পুংলিঙ্গ শব্দের শেষে আ, ঈ, ইকা, নী, ইনী, আনী, বতী, মতী ইত্যাদি স্ত্রী বাচক প্রত্যয় যোগ করে।
  2. পুরুষ বা স্ত্রীবাচক যেকোন শব্দ বসিয়ে।
  3. শব্দের আগে স্ত্রী বা পুরুষবাচক শব্দ বসিয়ে।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *