মহানগর দায়রা জজ আদালত কাকে বলে
মহানগর দায়রা জজ আদালত কে মহানগর সেশন জজ কোর্টও বলা হয়। এ ধরণের দায়রা জজ আদালত কেবল মাত্র বাংলাদেশের মহানগর শহরে পাওয়া যায়। মহানগর দায়রা আদালতে শুধুমাত্র মহানগর বা শহরাঞ্চলের ফৌজদারি মামলাগুলি মোকাবেলা বা নিষ্পত্তির কাজ করে থাকে। এই জাতীয় আদালতগুলি দায়রা জজদের দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি আইন ২০০৯ সালের সংশোধনী নীতিমালা অনুসারে দায়রা জজদের নিয়োগ করা হয়।
মহানগর দায়রা আদালতের স্থর
মহানগর দায়রা আদালত ৩ স্থরের কাঠামো বিশিষ্ট হয়ে থাকে। যথা-
- মহানগর দায়রা জজ আদালত
- অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও
- যুগ্ম মহানগর দায়রা জজ আদালত
আরও পড়ুন