বিজ্ঞান কি
বিজ্ঞান হলো এক ধরনের জ্ঞান। জ্ঞান কী? জ্ঞানে হলো কনো কিছু (বস্তু কিংবা বিষয়) সম্পর্কে তথ্য জানা। প্রাথমিক বিজ্ঞানে মূলত জীব, জড়, বায়ু, মাটি, পানি এসব সম্পর্কে তথ্য প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ঘটনা সম্পর্কে জানা যায়। কীভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে? যেমন কীভাবে বৃষ্টি হয়? ইত্যাদি।
সুতরাং সংক্ষিপ্তভাবে বলতে পারি বিজ্ঞান হলো প্রকৃত ও প্রাকিৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান অর্জন করা।
তবে প্রকৃতি সম্পর্কে যেকোনো তথ্যই বিজ্ঞানের অন্তভূক্ত নয়। অর্থাৎ কেউ যদি প্রাকৃতিক কোন ঘটনা নিয়ে মনগড়া গল্প বা ব্যাখ্যা দেয়, বা বিজ্ঞান হবে না। বিজ্ঞানের জ্ঞান হলো পর্যবেক্ষণ বা পরীক্ষা দ্বারা পাওয়া তথ্য দ্বারা সমর্তিত জ্ঞান।