ফৌজদারী আদালত
ফৌজদারী কার্যবিধির ২য় অধ্যয়ে, ৬ নং ধারায় ফৌজদারী আদালত (Criminal Court) এর শ্রেনীবিভাগ সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
ফৌজদারী আদালত কত প্রকার
জদারী কার্যবিধির [ধারা-৬(১)] বিধান মতে, উচ্চ আদালত (সুপ্রীম কোর্ট) ছাড়া ও বর্তমানে চালু অন্য কোনো আইনে গঠিত বিশেষ আদালত ছাড়া প্রত্যেক জেলায় ২ প্রকার ফৌজদারী আদালত থাকবে।
১. সেশন বা দায়রা আদালত ( Session Court)
2. ম্যাজিস্ট্রেট আদালত (Judicial Magistrate)
[ধারা-৬(২)] বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত সমূহ ২ প্রকার, যেমন- (১) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও (২) নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল সার্ভিস কমিশন দ্বারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়োগ পেয়ে থাকেন।
[ধারা-৬(৩)] ধারা মতে, মহানগর এলাকার বাহিরে চার ধরণের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে। যেমন
- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
- প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত
- দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত ও
- তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত
আরও পড়ুন