পুরুষ কাকে বলে
শব্দের যে বৈশিষ্ট বা গুন দিয়ে বক্তা, শ্রোতা কিংবা উদ্দিষ্ট ব্যক্তি কিংবা বস্তুকে নির্দেশ করা হয়, তাকে শব্দের পুরুষ বলা হয়। বাংলা ভাষায় ব্যবহৃত কিছু সর্বনাম বিভিন্ন পুরুষ বুঝিয়ে থাকে। এই সর্বনামগুলো তিন ভাগে হয়ে থাকে।
পুরুষ কত প্রকার ও কি কি
সর্বনামের তিনটি ভাগ বিবেচনা করে পুরুষকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। যাথা-
- উত্তম পুরুষ;
- মধ্যম পুরুষ
- প্রথম পুরুষ
উত্তম পুরষ
নিজেকে বা বক্তাকে বুঝতে যে সর্বনাম পদ ব্যবহা করা হয় তাকে উত্তর পুরুষ বলে। যেমন- আমি, আমার, মোরা। এখানে নিশ্চিৎ করে বলা যায় যে বক্তা নিজের সম্বন্ধে বলে সেই উত্তম পুরুষ।
মধ্যম পুরুষ
বক্তা কারো সাথে কথা বলার সময় তাকে বুঝাতে যে সর্বনাম পদ ব্যবহার কর হয়, তাকে মধ্যম পুরুষ বলা হয়। যেমন- তুমি, তুই, তোমরা। এখানে বক্তার সাথে উপস্থিত ব্যক্তিকে বোঝানো হয়, সেই মধ্যম পুরুষ।
প্রথম পুরুষ
কোন বিশেষ ব্যক্তি সম্পর্কে কিছু বলতে চাইলে তাকে বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয়, তাকে প্রথম পুরুষ বলে। যেমন- সে, তিনি, উনি, এরা ইত্যাদি। এছাড়া সকল নামই হলো প্রথম পুরুষ। যেমন, পাখি, বই, কম্পিউটার, পেন্সিল, ইত্যাদি। সাধারণভাবে বলতে গেলে, আমিও তুমি ছাড়া অন্য সকল সর্বনামই হলো প্রথম পুরুষ।
আরও পড়ুন