Close

পরিফেরা কাকে বেলে ? সাধারণ বৈশিষ্ট্য ও উদাহরণ

আজকের পর্বে আমরা আলোচনা করবো, পরিফেরা (Porifera) কাকে বেলে ? পরিফেরার সাধারণ বৈশিষ্ট্য ও উদাহরণ।

পরিফেরা কাকে বেলে

 স্বভাব ও বাসস্থানঃ পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের দেখা পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতিই সামুদ্রিক। তবে এদের মধ্যে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণভাবে দলবদ্ধ হয়ে বসবাস করে।

পরিফেরা পর্বের বৈশিষ্ট্য

পরিফেরা পর্বের প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপঃ

  1. পরিফেরা সরলতম বহুকোষী প্রাণী
  2. এদের দেহপ্রাচীর অসংখ্য ছিদযুক্ত। এই ছিদ্রপথ থেকে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে।
  3. কোনো পৃথক সুগঠিত কলা, অজ্ঞ ও তন্ত্র থাকে না।

উদাহরণ: Spongilla, Scypha

আরও পড়ুনঃ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *