নেটবুক কি
নেটবুক হলো একটি ছোট কম্পিউটার ডিভাইস, যা দেখতে নোটবুকের মতোই। অর্থাৎ নোটবুকের বা ল্যাপটপের মতোই ছোট এক প্রকার কম্পিউটার ডিভাইসকে নেটবুক (Netbook) বলা হয়। এটিতে কম্পিউটারের অনেক বৈশিষ্ট সীমিত আকাড়ে থাকে। নেটবুকে ইউএসবি পোস্ট, মেমোরি কার্ডের স্লট, ওয়াই-ফাই (Wi-Fi), ইথারনেট (Ethernet) কানেকশনগুলো বিল্ড ইন থাকে। এর বিল্ড-ইন মেমরি হিসেবে সলিড স্টেড ডিস্ক (SSD) ব্যবহৃত হয়ে থাকে। তবে ইনপুট ডিভাইস হিসেবে কোন ডিভিডি বা সিডি ড্রাইভ থাকে না। আসুস ব্রান্ডের নেটবুকগুলো বেশ জনপ্রিয়।
সমাপণী
নেটবুক হলো এক প্রকার ছোট নোটবুক বা সাবনোটবুক। যাতে সীমিত আকাড়ে কম্পিউটারের অনেক বৈশিষ্ট থাকে। সহজে বহনযোগ্য ও আকাড়ে ছোট হয় বলে এর জনপ্রিয়তা দিন বেড়ে চলেছে।
অনুরূপ আর্টিকেল: