টিস্যু কাকে বলে
যখন সমগঠন বিশিষ্ট কিছু কোষ একত্রিত হয়ে একই কাজ করে এবং যদি তাদের উৎপত্তিও অভিন্ন হয়ে থাকে তখন তাদের টিস্যু বা কলা বলা হয়। টিস্যু দুই ধরনের হয়ে থাকে যথা: ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু।
ভাজক টিস্যু
যে টিস্যু বিভাজনে সক্ষম ও একটি থেকে একাধিক টিস্যু হতে পারে তাকে ভাজক টিস্যু বলা হয়।
স্থায়ী টিস্যু
যে টিস্যু বিভাজিত হতে পারে না, একই অবস্থায় স্থায়ীভাবে থাকে। তাকে স্থায়ী টিস্যু বলে। স্থায়ী টিস্যুকে আবার তিন ভাগে ভাক করা হয় যথা : সরল টিস্যু, জটিল টিস্যু ও নিঃস্রাবী টিস্যু।
Read More