প্রচন্ড গরম!!! তারমধ্যে আবার বাহিরের ধুলাবালি? ওফ…..ত্বকের দফারফা অবস্থা। কি যে করবেন কিছুই বুঝতে পারছেন না? তাই তো। আজ এই সমস্যা সমাধানে এমন একটি ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন বিষয়ক টিপস নিয়ে আলোচনা করা করবো।
ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্ন
গরমে তৈলাক্ত ত্বকের যত্ন নেওয়াটা বেশ জরুরী, না হলে ত্বক কালো হয়ে যাওয়া সহ নানা সমস্যা হয়ে থাকে।
এই ঘরোয়া স্ক্রার্ব ব্যাবহারে ত্বক পরিস্কার থাকবে ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে ত্বককে রক্ষা করবে। এই ঘরোয়া স্ক্রার্বটি কিভাবে বানাবেন? নিচের টিপস টি ফলো করুন, আশা করা যায় ভাল ফল পাবেন।
উপকরণ
- নারকেল তেল
- চিনি ও
- ওলিভ অয়েল
প্রস্তুত ও ব্যবহার
অল্প করে চিনি নিয়ে তাতে ১ চামচ অলিভ অয়েল ও ১ চামচ নারকেল তেল আর মেশান। ভাল করে সবকটি উপকরণ মিশিয়ে নিন। মনে রাখবেন অবশ্যই খাটি অলিভ অয়ল হতে হবে।
এখন মিশ্রনটি সারা মুখে লাগিয়ে ৫/১০ মিনিট মাসাজ করুন। তারপর হালকা গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন।
সাধারণত, এই ফেস স্কার্বটি ত্বকের উপরি ভাগের জমে থাকা ময়লা পরিষ্কার করে দেয়। ফলে ত্বক উজ্জ্বল ও কোমল হয়ে ওটে। এক্ষেত্রে নারকেল তেল ত্বকের উপরে ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়তা করে। ফলে ধীরে ধীরে তক প্রাণবন্তহয়ে ওঠে।
সমাপনী
যাইহোক, গরমে তৈলাক্ত ত্বকের যত্ন ও শীতে ত্বকের যন্ত কিছুটা ভিন্ন থাকলেও, এই ফেইস টিপসটি যেকোন সময়ই কার্যকরী।
আরও পড়ুনঃ