Close

এরারুট কি ? এরারুট পাউডার এর ব্যবহার

এরারুট কি বা এরারুট কি খাওয়া যায় এ নিয়ে অনেকের মধ্যেই কিছু দ্বীধা দন্দ বিদ্যমান। আজকের পর্বে আমরা আলোচনা করবো এরারুট কি ও এরারুট এর ঔষধি ব্যবহার নিয়ে।

এরারুট কি

এরারুট গ্রীষ্মমণ্ডলীয় এক শ্রেণির উদ্ভিদের (অ্যারারুট গাছ) শিকড়ের শ্বেতসারপ্রধান অংশ থেকে তৈরি পুষ্টিকর একটি গুঁড়া-খাদ্য, যা লঘুপাচ্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এটা ইংরেজী Arrowroot নামে পরিচিত বা West Indian Arrowroot, Maranta arundinacea. Family – Marantaceae.

ঔষধি ব্যবহার

  • এরারুট সিদ্ধ করে পুষ্টিকর খাবার এবং ওষুধ হিসেবে খাওয়া হয়।
  • গুঁড়াটি মূত্রথলির সমস্যাগুলিতে কার্যকর। যেমন-  অল্প  প্রস্রাব, বেদনাদায়ক প্রস্রাব, জ্বলন্ত প্রস্রাব এবং অন্যান্য প্রস্রাবের সমস্যা
  • মেনোরিয়া, শ্বাসনালী সমস্যায় উপকারী
  • হজমজনিত সমস্যায় যেমন- ডায়রিয়া, গ্যাস্ট্রোএন্ট্রাইটিস ইত্যাদির ক্ষেত্রে উপকারী বলে প্রমাণিত।
  • কিছু গুল্মের (যেমন- স্ট্রাইকনস নাক্স ভোমিকা) খাবারের বিষ এবং বিষাক্ত কিছুর প্রভাবের ক্ষেত্রে এরারুট  পাউডারকে প্রতিষেধক হিসেবে দেওয়া হয়।
  • এরারুট পাউডার ক্ষতস্থানে বাহ্যিকভাবে ব্যবহৃত হয়ে থাকে।

এরারুট পাউডার এর পুষ্টিগুন

প্রতি 100 গ্রাম এরারুট পাউডারে যা পুষ্টিগুন রয়েছে-

  • ক্যালোরি: 357 কিঃ ক্যালোরি
  • শর্করা: 88.15 গ্রাম
  • আয়রন: 0.33mg
  • প্রোটিন: 0.3 গ্রাম
  • ফ্যাট: 0.1 গ্রাম
  • কলেস্টেরল: 0mg
  • ক্যালসিয়াম: 40mg
  • পটাসিয়াম: 11mg
  • সোডিয়াম: 2mg
  • ফাইবার: 3.4g

আরও পড়ুনঃ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *