উদ্ভিদ টিস্যু কাকে বলে
উদ্ভিদ টিস্যু বলতে বোযায় বিভিন্ন প্রকারের এক গুচ্ছ কোষ মিলিত হয়ে যদি একই কাজ সম্পন্ন করে এবং তাদের উৎপত্তি অভিন্ন হয়, তখন তাদের টিস্যু বা কলা বলা হয় ।সাধারনত টিস্যু দুই ধরনের,যথা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু । কোষগুলো বিভাজনে সক্ষম ভাজক টিস্যুর কিন্তু বিভাজিত হতে পারেনা স্থায়ী টিস্যু ।
স্থায়ী টিস্যু আবার তিন ধরনের হয়ে থাকে যথাক্রমে, সরল টিস্যু,জটিল টিস্যু এবং নিঃস্রাবী (ক্ষরণকারী) টিস্যু
সরল টিস্যু (Simple tissue)
সরল টিস্যু বলতে আমরা বুঝি স্থায়ী টিস্যুর প্রত্যেকটা কোষের আকৃতি,আকার ও গঠনের দিক থেকেও অভিন্ন হয় তাকে সরল টিস্যু বলা হয়ে থাকে ।সরল টিস্যু আবার তিন ভাগে বিভক্ত যথা,প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্কেলেরেনকাইমা ।
জটিল টিস্যু (Complex tissues)
জটিল টিস্যু বলতে বোযায় যে বিভিন্ন প্রকারের টিস্যুর সমন্বয়ে যে স্থায়ী টিস্যুর সৃষ্টি হয় তাকে জটিল টিস্যু বলে ।এদের পরিবহন টিস্যু ও বলা হয় কারন এরা উদ্ভিদ পরিবহনের কাজ করে থাকে ।এই টিস্যু দুই রকমের হয়ে থাকে যথা,জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু ।এরা একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ (vascular bundle) গঠন করে ।
অনুরূপ লেখা