Close

উইল কাকে বলে? প্রবেট বলতে কি বুঝায়?

উইল কাকে বলে

‘উইল’ হল ইচ্ছাপত্র । কোন ব্যক্তির মৃত্যুর পূর্বে তাঁর সম্পত্তি কিভাবে ভাগ বণ্টন হবে এবং কোন ব্যক্তি বা কোন কোন ব্যক্তিরা সেই সম্পত্তি পাবেন তা লিখে রেখে গেলে সেই লিখিত ইচ্ছাপত্রকে উইল বলে । মৃত্যুর পূর্বে উইল বলবৎ হয় না । এই উইল বলবৎ করার জন্য প্রবেট নিতে হয় ।

প্রবেট কাকে বলে

উইলকারী প্রয়াত ব্যক্তির সম্পত্তি পরিচালনার দায়িত্ব অর্পণ করে সম্পত্তিটি যে অঞ্চলে অবস্থিত,সেই স্থানের উপযুক্ত ক্ষমতা সম্পন্ন কোর্টের শীলমোহর ও সার্টিফিকেট প্রাপ্ত উইলের প্রতিলিপিকে  ‘প্রবেট’ বলে ।‘প্রবেট’ নিতে হলে ‘প্রবেট’ ডিউটি দিতে হয় ।

অনুরূপ লেখা

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *