আয়কর রিটার্ন দাখিল করা বর্তমান সময়ে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু, অনেকেই জানে না যে, আয়কর রিটার্ন কি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়-ব্যয়, সম্পত্তি ও দায় এর হিসাব সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়াটি হলো আয়কর রিটার্ন।
আয়কর রিটার্ন কি
সহজভাবে আয়কর হলো কর্তৃপক্ষের নিকট ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করার মাধ্যম।
অন্যভাবে বলা যায়, আয়কর রিটার্ন হলো সরকার কর্তৃক নির্ধারিত একটি কাঠামোবদ্ধ ফরম যার মধ্যে করদাতার আয়-ব্যয়, সম্পদ ও দায়ের সকল তথ্য লিখে আয়কর অফিসে দাখিল করতে হয়। ব্যক্তি শ্রেণীর করদাতা ও কোম্পানী করদাতাদের জন্য আলাদা আলাদা রিটার্ন ফরম রয়েছে। ব্যক্তি শ্রেণীর করদাতার রিটার্ন ফরম বাংলা ও ইংরেজী উভয় ভাষায় পাওয়া যায়।
আরও পড়ুনঃ