আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে
বৃথিবীর ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কেন্দ্র নির্ধারণ করে সম্পূর্ণভাবে জলভাগের উপর দিয়ে উত্তর-দক্ষিণে দিকে প্রসারিত একটি রেখা কল্পনা করা হয়, এই রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়।
বার্ষিক গতির ফলাফল
- পৃথিবীর বার্ষিক গতির কারণে সূর্যরশ্মি কোন মেরুতে লম্বভাবে পতিত হয় আবার কোন মেরুতে তীর্যকভাবে পতিত হয়। ফলে পৃথিবীবির বিভিন্ন অংশে তাপমাত্রার পার্থক্য ঘটে এবং ঋতু বা সময় পরিবর্তিত হয়।
- বার্ষিক গতি আছে বলে দিন ও রাত্রের হ্রাস-বৃদ্ধি ঘটে। যেমন, কোনো স্থানে রাত ভাগের পরিমাণ দিনের পরিমাণ হতে দীর্ঘ হলে সেই স্থানে বায়ুমণ্ডল অধিকতর উষ্ণ থাকে। এভাবে বিভিন্ন সময়ে ভূ-পৃষ্ঠের সব স্থানে তাপের তারতম্য হয়, দিন ও রাতের হ্রাস-বৃদ্ধি ঘটে এবং ঋতু পরিবর্তন হয়।
- সূর্যকে পরিক্রমের সময় পৃথিবী ৬৬.৫ ডিগ্রি কোণে হেলে থাকে। ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সূর্যরশ্মি পতনে কৌণিক তারতম্য দেখা যায় এবং ঋতু পরিবর্তন হয়ে থাকে।
- পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য- ৯৩,৮০,৫১,৮২৭ কিলোমিটার। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার, তাই পরিক্রমণকালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় সমান থাকে না। জানুয়ারি মাসের ১ – ৩ তারিখে সূর্য পৃথিবীর সব থেকে নিকটতম অবস্থানে থাকে। সূর্য ও পৃথিবীর মাঝে দূরত্বের এভাবে হ্রাস-বৃদ্ধির ফলে বিভিন্ন স্থানে সূর্যতাপের তারতম্য দেখা যায়।
আরও পড়ুন