Close

অবতল দর্পণ কাকে বলে? অবতল দর্পণের বৈশিষ্ট্য ও ব্যবহার।

অবতল দর্পণ কাকে বলে?

কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক হিসেবে কাজ করে অর্থাৎ আলোর নিয়মিত প্রতিফলন যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ থেকে সংঘটিত হয় তবে সে দর্পণকে অবতল দর্পণ বলা হয়।

অবতল দর্পণের বৈশিষ্ট্য

অবতল দর্পণের বৈশিষ্ট্য সমূহ নিম্নে আলোচনা করা হল :

  • অবতল দর্পণে আলোর নিয়মিতভাবে প্রতিফলন ঘটে।
  • অবতল দর্পণ এক প্রকার অভিসারী দর্পণ।
  • অবতল দর্পণে সব ধরনের বিম্ব (বাস্তব ও অবাস্তব) গঠিত হয়।

অবতল দর্পণের ব্যবহার

  • প্রয়োজনমতো আকৃতির অবতল দর্পণ ব্যবহার করে মুখমণ্ডলের বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব তৈরি করা যায়, এটা রূপচর্চা ও দাঁড়ি কাটার জন্য সুবিধা জনক।
  • দন্ত চিকিৎসকগণ চিকিৎসার ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করেন।
  • প্রতিফলক হিসেবে অবতল দর্পণ ব্যবহার হেয়ে থাকে। যেমন– স্টিমার বা লঞ্চের সার্চলাইট অবতল দর্পণ ব্যবহার করে গতিপথ নির্ধারণ করা হয়।
  • এই দর্পণের সাহায্যে আলোকশক্তি, তাপশক্তি ইত্যাদি শক্তিকে কেন্দ্রীভূত করে কোনো বস্তুকে উত্তপ্ত বা গরম করতে ব্যবহার করা হয়। এছাড়াও এটি রাডার ও টিভি সংকেত সংগ্রহ কাজে ব্যবহৃত হয়। যেমন– সৌরচুল্লী, ডিশ এন্টেনা, টেলিস্কোপ এবং রাডার সংগ্রাহক ইত্যাদি।
  • এটার সাহায্যে আলোক রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়। ফলে ডাক্তাররা চোখ, নাক, কান ও গলা পরীক্ষা করার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন।
১। অবতল দর্পণ কি?

যখন কোন গোলকের অবতল পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে তখন তাকে অবতল দর্পণ বলে।

২। অবতল দর্পণ একটি অভিসারী দর্পণ কেন?

যে কোন কাচের ফাপা গোলকের কিছুটা অংশ কেটে নিয়ে যদি স্ফীত বা উত্তল পৃষ্ঠে প্যারা লাগানোর ফলে এর ভিতরের পৃষ্ঠে বা অবতল পৃষ্ঠ হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে থাকে তবে তাকে অবতল দর্পণ বলা যায়। আকৃতিগত কারণেই গোলকের প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি অবতল দর্পণে প্রতিফলনের পর তা অভিসারী গুচ্ছে পরিণত হয়। তাই অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *