সুদের সংজ্ঞা
ঋণ গ্রহিতা কর্তৃক মূলধন বা ঋণ ব্যবহার বাবদ ঋণ প্রদানকারী ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে যে মূল্য প্রদান করে, তাকে সুদ বলা হয়। অর্থৎ সুদ হলো দাতার দেওয়া ঋণ ব্যবহারের বিপরীতে মূল্য প্রদান।
অন্যান্য উপকরণের মতো মূলধনেরও উৎপাদন ক্ষমতা রয়েছে। ফলে মূলধনের প্রয়োজন হয় এবং মূলধনের উৎপাদন ক্ষমতা থাকার কারণে মূলধন বাবদ সুদ দিতে হয়। সুদকে অন্য এভাবেও সংজ্ঞায়িত করা যায় যেমন– সুদ হলো অপেক্ষার পুরস্কার। অর্থাৎ বর্তমানে ভোগের আশা ত্যাগ করে বিনিময়ে ভবিষ্যতে যে প্রাপ্তি আশা করা হয়, তাই হলো সুদ।
ঋণ দাতা যখন ঋণ গ্রহিতাকে মূলধন বা ঋণ হিসেবে অর্থ প্রদান করে, তখন ঋণ দাতা সেই অর্থভিত্তিক ভোগ থেকে নিজেকে বঞ্চিত রাখে এবং অপেক্ষা করে। সেই অপেক্ষার বিনিময়ে ভবিষ্যতে সে যে অতিরিক্ত অর্থ প্রাপ্তি আশা করে, তাকে সুদ বলা যায়।
জন ম্যানার্ড কেইনস এর মতে, নির্দিষ্ট সময়ের জন্য নগদ অর্থ হাত ছাড়া করার (তারল্য পছন্দ পরিত্যাগের) পুরস্কার হলো সুদ।
সুদ সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা ও আলোচনা থেকে সিদ্ধান্তে আসা যায় যে, আর্থিক মূলধন ব্যবহারের বিনিময়ে প্রদত্ত মূল্য (পুরস্কার) কে সুদ বলা হয়।
আরও পড়ুন