উৎপাদকে বিশ্লেষণ গণিতের একটু গুরুত্বপূর্ণ বিষয়। নিম্নে উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করা হলো।
উৎপাদকে বিশ্লেষণ (Factorization)
জার্মান গনিতবীদদের ভাষায় সাধারনত কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুনফলের সমান হলে, শেষোক্ত রাশিরগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয় । বীজগাণিতিক রাশির উৎপাদক গুলোকে নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদক গুলোর গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। বীজগাণিতিক রাশি এবং উক্ত রাশির উৎপাদক গুলো এক বা একাধিক পদবিশিষ্ট হতে পারে।
আরো পড়ুন