সেট কাকে বলে
জার্মান গনিতবিদ জর্জ ক্যান্টর এর মতে বাস্তব বা চিন্তা জগতের যেকোন বস্তুর সু-সংঙ্ঘায়িত সংগ্রহ বা সমাবেশকে সেট বলে। আমরা জানি বাংলা ইংরেজি ও গনিত এই তিনটি পাঠ্য বইয়ে তিনটি সেট । স্বাভাবিক সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, এবং পূর্নসংখ্যার সেট ইত্যাদি। ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ হয়ে থাকে। যেমন, X,Y,Z….A,B,C ।
সেট প্রকাশের পদ্ধতি সমূহ
জার্মান গনিতবীদদের ভাষায় সেটকে সাধারনত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। যথা, তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো।
১. তালিকা পদ্ধতি
তালিকা পদ্ধাতি বলতে আমরা জানি সেটের সব উপাদান সুস্পষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে । আর যদি উপাদান বেশি থাকে তাহলে ‘কমা‘ ব্যবহার করে আলাদা করা হয় উপাদানগুলোকে।
২. সেট গঠন পদ্ধতি
উক্ত পদ্ধতিতে সেটের সকল উপাদান সুস্পষ্ট উল্লেখ না করেই উপাদান নির্বাচন করার জন্য সাধারন ধর্মের উল্লেখ থাকে।
আরো পড়ুন