Close

হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞানের নীতিমালা সমূহ লেখ

হিসাব বিজ্ঞান কি

যে বিজ্ঞানসম্মত পদ্ধতি দ্বারা কোন ব্যাক্তি, ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠানের দৈনিন্দন লেনদেন সমূহ শ্রণীবদ্ধকরণ, সংক্ষিপ্ত করণ ও আর্থিক প্রতিবেদন প্রস্তুত করণ করা হয়, তাকেই হিসাব বিজ্ঞান বলে। আবার অন্যভাবে বলা যায়, হিসাব বিজ্ঞান হল এমন একটি বদ্ধতি যার মাধ্যমে কোন লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ,পরীক্ষা, বিশ্লেষণ এবং আর্থিক বিবরণীর প্রস্তুত করে উপস্থাপন করে অর্থনৈতিক ঘটনাগুলি পর্যবেক্ষণ, সনাক্তকরণ, তদন্ত করা হয়।

হিসাব বিজ্ঞানের নীতিমালা

সভাবতই, হিসাব বিজ্ঞানের কিছু নীতিমালা রয়েছে যা প্রত্যেকের শিক্ষার্থীর জেনে রাখা উচিৎ। নিম্নে হিসাব বিজ্ঞানের নীতিমালা গুলো তুলে ধরা হলোঃ-

১. ক্রয়মূল্য নী‌তি (Cost principles)/ ঐতিহাসিক মূল্য নী‌তি (Historical costprinciples )

সাধারনত, ক্রয়মূল্য বল‌তে কোন সম্প‌ত্তির অর্জনের বিপরীতে প্রদত্ত মূল্য‌কে বোঝা‌নো হয়। একটি প্রতিষ্ঠান বিভিন্নভাবে সম্প‌ত্তি অর্জন কর‌তে পা‌রে। যেমন, ব্যবসা‌য়ের নগদ অর্থ ব্য‌য়ে, মা‌লিকের ব্য‌ক্তিগত সম্পদ নি‌র্দিষ্ট মূ‌ল্য ধার্য করে কারবা‌রে সরবরাহ করে, ধা‌রে বা ঋণ গ্রহ‌নের মাধ্য‌মে অথবা বি‌নি‌য়োগের মাধ্য‌মে।

যে কোন সম্প‌ত্তির ক্রয়মূ‌ল্যের উপর ভিত্তি করে হিসাবভুক্ত কর‌তে হয় এবং যত‌দিন সম্পত্তিটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত হ‌বে তত‌দিন ক্রয়মূ‌ল্যে হিসাব প্রদর্শন কর‌তে হ‌বে। সম্পত্তির মূল্য কখনও বাজারমূ‌ল্য হিসা‌বে দেখা‌নো যা‌বে না। এই নীতি অনুসারে –

  • প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী‌তে স্থায়ী সম্পত্তি সমূহ ক্রয়মূল্য বা ঐতিহাসিক মূল্যে প্রদর্শন করা হয়।
  • আর্থিক অবস্থার বিবরণী‌তে স্থায়ী সম্প‌ত্তির ক্রয়মূল্য থে‌কে অবচয় বাদ দি‌য়ে নিট ক্রয়মূ‌ল্যে প্রকাশ করা হয়।

২. আয় স্বীকৃতি নীতি (Revenue Recognition Principles)

আয় স্বীকৃতি নীতি অনুসারে ঐ সকল আয়কে লিপিবদ্ধ করা হয় যা ঐ নির্দিষ্ট কোন হিসাবকালে অর্জিত হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের আয়কে লিপিবদ্ধ করা হয়। এই নীতি অনুসারে-

  • প্রতিষ্ঠানের অগ্রিম আয়কে দায় হিসেবে প্রদর্শন করা হয়। এবং
  • বকেয়া আয়কে সমূহকে সম্পদ হিসেবে প্রদর্শন করা হয়।

৩. ব্যয় স্বীকৃতি/ সমন্বয়/ মিলকরণ নীতি (Matching Principles)

এই নীতি অনুসারে নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আয়ের বিপরীতে খরচগুলো প্রদর্শন করে প্রকৃত ফলাফল নির্ণয় করা হয়। নগদে কিংবা বকেয়ায় ব্যয়, যেভাবেই ব্যয় সংঘটিত হোক না কেনো, তাকে ঐ বছরের আয়ের বিপরীতে খরচ হিসেবে দেখাতে হবে। এই নী‌তি অনুযায়ী –

  • সামগ্রীক খর‌চের সাথে প্র‌দেয় খরচ সময়হ যোগ করতে হয়
  • খরচ থে‌কে অগ্রিম খরচ সমূহ বাদ দিয়ে দেখানো হয় (অগ্রীম খরচ সম্পত্তি হিসেবে প্রদর্শিত হয়)।
  • অবচয় খরচ হিসেবে হিসাবভুক্ত করা হয়

৪. পূর্ণ প্রকাশ নীতি(Full Disclosure Principles)

হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদের ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য পূর্ণ প্রকাশ নীতি ব্যবহৃত হয়। এ নীতি অনুযায়ী

  • জাবেদার মাধ্যমে ব্যাখ্যা দেয়া হয়
  • ভুল সংশোধনী জাবেদা তৈরি করা হয়
  • ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়
  • আর্থিক বিবরণীতে টাকার পরিমাণের ক্ষেত্রে আন্তর্কলাম ও বহির্কলাম দেখানো হয়
  • আর্থিক বিবরণী প্রস্তুতে টীকা ও খসড়া অন্তর্ভূক্ত করা হয়

আরো পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *