ধর্মগ্রন্থ কাকে বলে
যে গ্রন্থে ঈশ্বরের বাণী, ধর্মের কথা ও মাহাত্ম্যের বর্ণনা থাকে তাকে ধর্মগ্রন্থ বলf হয়। যেমন- বেদ, গীতা, রামায়ণ, উপনিষদ, মহাভারত, পুরাণ, শ্রীমদ্ভগবদগীতা, শ্রীশ্রীচণ্ডী ইত্যাদি ধর্মগ্রন্থ।
শ্রীমদ্ভগবদগীতা পাঠের গুরুত্ব
শ্রীমদ্ভগবদগীতা আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার বা প্রতিবাদ প্রেরণা দেয়। কারণ, স্বয়ং ভগবানই যুগে যুগে ধর্মরক্ষা, দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য পৃথিবীতে অবতার রূপে নেমে আসেন। গীতা পাঠ করলে আমরা শ্রদ্ধা ও সংযম সাধনার দিকে মনোনিবেশ করে সঠিকভাবে ধর্ম পালন করতে পারি। জাগতিক বিষয়ের প্রতি নির্মোহ হওয়ার শক্তি পাই। ধর্ম অনুশীলনের কাজের প্রতি আগ্রহী হই। অর্থহীন গতানুগতিক বা জাগতিক পথ পরিহার করে তত্ত্বের যথার্থ ও ধর্মের মর্ম বুঝতে পারি।
সুতরাং হিন্দুধর্মের অন্যতম ধর্মগ্রন্থ হিসেবে গীতার গুরুত্ব অপরিসীম যা সকলের মেনে চলা প্রয়োজন।
আরো পড়ুন