Close

ব্যাকরণ কাকে বলে? ব্যাকরণ পঠের প্রয়োজনীয়তা লেখ

ব্যাকরণ = (বি+আ+কৃ+অন) এই শব্দটির বুৎপত্তিগত অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ করা।

ব্যাকরণের সংজ্ঞা

বিভিন্ন ব্যাকরণ বীদদের ভাষায় ব্যাকরণ বলতে  যে শাস্ত্রে ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপে বিচার বিশ্লেষণ করে থাকে এবং ভাষার বিভিন্ন উপাদান সম্পর্কে প্রয়োগবিধি ও নির্ণয় বিশদভাবে আলোচনা করা হয়ে থাকে,তাকে ব্যাকরণ বলা হয়।

ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা

ভাষার বিভিন্ন প্রকার উপাদান এর প্রকৃতি গঠন ও তার সঠিক ব্যাবহারবিধি সম্পর্কে জানতে হলে  ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তার গুরুত্ব অপরসীম। ব্যাকরণ পাঠের মাধ্যমে ভাষার প্রকৃতি ও গঠন সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় । এবং ভাষা কথায় বা লেখায় শুদ্ধ ভাবে প্রয়োগ করা যায় ।

আরো পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *