চাহিদার স্থিতিস্থাপকতা
দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধির সাথে সাথে ভোক্তাদের চাহিদার পরিমাণের হ্রাস-বৃদ্ধির সম্পর্ককে ‘চাহিদার স্থিতিস্থাপকতা’ বুঝায়। অর্থাৎ কোনো দ্রব্যের মূল্য কমলে তার চাহিদা বাড়ে এবং মূল্য বৃদ্ধি পেলে চাহিদা কমে। তবে মূল্য হ্রাস-বৃদ্ধির সাথে সব সময় চাহিদার বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ সমান হয় না। কোনো দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিবর্তন বেশি দেখা যায়, আবার কোনো দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিবর্তন কম হয়ে থাকে। দ্রব্যমূল্য পরিবর্তনের ফলে ভোক্তাদের মধ্যে যে হারে চাহিদার পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা (Elasticity of Demand) বলা হয়।
চাহিদার স্থিতিস্থাপকতা বিষয়ে অধ্যাপক লিপসি বলেন, “কোনো দ্রব্যের মূল্য পরিবর্তনের ফলে চাহিদা যে পরিমাণে সাড়া দেয় তাকেই চাহিদার স্থিতিস্থাপকতা বলে।” (Lipsey– “Elasticity of demand is the measure of the responsiveness of the quantity demanded to changes in price.”)
আরো পড়ুন