সাইট ভ্যান কাকে বলে
সাইট ভ্যান হলো কাঠের তৈরী সার্ভের একটি যন্ত্র । এটির এক পাশে আই সাইট (Eye Sight) এবং অপর পাশে অবজেক্ট সাইট (Object sight) থাকে। আইসাইটের দিকে উপরের মাঝামাঝি স্থানে ও নীচে তিনটি ছিদ্র রয়েছে । অবজেক্ট সাইট উপরে ও নীচে ছিদ্র দুটির মধ্যে সরু সুতা, সরু তার কিংবা পশুর লোম দ্বারা বন্ধ থাকে । এটি লানি সমসূত্র করার জন্য বিশেষ সাহায্য করে ।
অনুরূপ লেখা