আদি কোষ কাকে বলে
আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ (Prokaryotic cell) হলো, যে কোষ বা সেল এর মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না সেই সকল কোষ বা কোষ সমূহকে আদিকোষ বলে।
আদি কোষ গঠনে নিউক্লিয়াস কোনো পর্দা থেকে বেষ্টিত থাকে না। তাই এই কোষে নিউক্লিওবস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব সেলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম বিদ্যমান থাকে।
অনুরূপ লেখা