সিএস জরিপ কাকে বলে
মূলত, ক্যাডাস্ট্রাল সার্ভেকে সংক্ষিপ্ত ভাবে সিএস (CS) জরিপ বলে । দেশের সমস্ত ভূমি বা জমির উপর বিশদভাবে নকশা প্রণয়ন এবং সেখানে প্রত্যেক মালিকের জন্য একটি দাগ নম্বর করে খতিয়ান তৈরী করাকে সিএস (CS) খতিয়ান বা ক্যাডাস্ট্রাল জরিপ বলে । বঙ্গীয় প্রজাতন্ত্র আইনের ১০ম অধ্যায়ের বিধান অনুযায়ী এই সিএস জরিপ করা হয় ।
সি এস জরিপ কত সালে হয়
এই জরিপকে ভারত উপমহাদেশের প্রথম ভূমি জরিপ বলা হয়। যা ১৮৮৮ (ভূমি মন্ত্রণালয় অুনসারে ১৮৮৭) সাল হতে ১৯৪০ সালের মধ্য সময়ে পরিচালিত হয়।
অনুরূপ লেখা