খতিয়ান কাকে বলে
খতিয়ানের অর্থ হল হিসাব ।এক বা একাধিক দাগের সম্পূর্ন বা আংশিক পরিমাণ ভূমি নিয়ে এক বা একাধিক ব্যক্তির নামে স্মরণীয় বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যে ভূমি স্বত্ব প্রস্তুত করা হয় তাকে “খতিয়ান বলে ।
খতিয়ানের কত প্রকার
বাংলাদেশের প্রেক্ষাপটে ৪ ধরনের খতিয়ন রয়েছে ।যথা- (১) সি, এস খতিয়ান,(২) এস, এ খতিয়ান, (৩) আর এস খতিয়ান, (৪) বি, এস খতিয়ান/সিটি জরিপ ।
অনুরূপ পোস্ট
- ভূমি জরিপ কাকে বলে?