প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করবো, সাম্য বল কাকে বলে তার সংক্ষিপ্ত বর্ণনা নিম্নে উপস্থাপন করা হলো।
সাম্য বল কাকে বলে
সাধারণভাবে বলা যায়, কোন বস্তুর উপর বলের কাজ বা ক্রিয়া সাম্যাবস্থায় থাকে, তাকে সাম্য বল বলা হয়।
কোন বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে বা ক্রিয়া করলে যদি বলের লব্ধি শুন্য হয় অর্থাৎ বস্তুর কোন ত্বরণ সৃষ্টি না হয়, তখন আমরা বলি বস্তুটি সাম্যবস্তায় আছে। ক্রিয়া করে যে বলগুলো এই সাম্যাবস্থা সৃষ্টি করে, তাকে সাম্য বল বলে।
আরও পড়ুনঃ