ঈমান কাকে বলে ?
আল্লাহর প্রতি বিশ্বাস, নৈতিক চরিত্রের উন্নয়ন এবং উৎকর্ষ সাধনে ইসলামের মৌলিক বিষয়াবলী মধ্যে ঈমানের প্রাধান্য অপরিসীম। মূলত আল্লাহকে স্বীকার করার সাথে সাথে তার বিধি-বিধান এর প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য স্বীকার করার নামই হচ্ছে ঈমান।
ঈমান কি ?
ঈমান হলো এমন একটি শক্তি যা মানুষের কর্ম চেতনা উজ্জীবিত করে, দৈনিক জীবনাচরণের প্রতিষ্ঠিত বিশ্বাসের প্রতিফলন ঘটায়। ঈমানের কয়েকটি শাব্দিক অর্থ আছে। সেগুলো হলো: দৃঢ় বিশ্বাস, আত্মিক স্বীকৃতি, স্বীকৃতি দেয়া, সত্যায়ন করা, ইত্যাদি।
ঈমানের মূল বিষয় কয়টি ও কি কি?
আল্লাহ তা-আলা যেসব বিষয় সমূহে বিশ্বাস পোষণ করার আদেশ দিয়েছেন, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং যে কাজগুলো করতে আদেশ দিয়েছেন তা পালন করার নামই হলো ঈমান। ঈমানের মূল বিষয়বস্তু হলো 7 টি। এগুলো হলো:
- এক আল্লাহর প্রতি বিশ্বাস
- ফেরেশতাদের প্রতি বিশ্বাস
- আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস
- নবী রাসূলগণের প্রতি বিশ্বাস
- আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস
- তাকদীর বা ভাগ্যে বিশ্বাস ও
- মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা।
আরও পড়ুনঃ