প্যারাফিন কি
যে সকল হাইড্রোকার্বনের অণুতে কার্বন পরমাণু সমূহ পরস্পর একক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে এবং কার্বনের অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ থাকে, তাদের প্যারাফিন বলে।
অন্যভাবে বলা যায়, প্যারাফিন অর্থ আসক্তিহীন। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন —কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তাদের অ্যালকেন বলে। একক বন্ধন ভাঙ্গা কঠিন, তাই অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে অনেকটা নিস্ক্রিয় থাকে, তাই এদের প্যারাফিন বলে।
আরও পড়ুনঃ