বাংলা সিভি ফরমেট Download
সাধারণত বাংলা সিভি বড় কোন চাকরির জন্য দেওয়া হয় না। আর যদি বড় কোন চাকুরির জন্য বাংলা সিভি তৈরি করা হয় সেটা কেবল কর্তৃপক্ষের নির্ধারিত ফরম থাকে, তাতে জীবন বৃত্তান্ত লিখে জমা দিতে হব। তবে বিশেষ কোন চাকুরী ছাড়া সব সময় নিচের বাংলা বায়োডাটা নমুনা টি আপনারা কাজে লাগাতে পারেন।
মূলত, বাংলা সিভি বা জীবন বৃত্তান্ত ১ পাতায় লেখা হয়ে থাকে। নিচের ছবিটিতে যেমনটা দেওয়া আছে, যার PDF & DOC ডাউনলোড লিংক আলাদাভাবে দেওয়া আছে।
বাংলা সিভি ফরমেট
নিচে বাংলা সিভি ফরমেট PDF ফাইলটি দেওয়া হল, যা ডাউনলোড করে নিতে পারেন।
বাংলা জীবন বৃত্তান্ত ফরমেট DOC ফাইল
অনেকেই নিজের কম্পিউটারে সিভি তৈরি করার জন্য বাংলা জীবন বৃত্তান্ত ফরমেট doc ফাইল প্রয়োজন হতে পারে। আপনি এই লিংক থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারেন এই ডক ফাইলটি। মূলত এই ফাইলটি বিজয় কিবোর্ডের SutonnyMJ ফন্ট দিয়ে লেখা। তাই যারা অভ্র বা মনির ফন্ট ব্যবহার করেন, তারা এই ফাইলে এডিট করতে পারবেন না। ডাউনলোড করতে ক্লিক করুন এই লিংকে Bangla CV format in MS Word download অথবা নিচের বাটনে ক্লিক করুন।
সমাপণী
আশা করি ফাইল গুলো আপনাদের কাজে আসবে। এছাড়া আমাদের সাথে আপনার মতামত শেয়ারের জন্য কমেন্ট করতে পারেন।
অনুরূপ পোস্ট: