পদার্থ বিজ্ঞানঅভিলম্ব কাকে বলে ?By BD Lesson 2 অভিলম্ব কাকে বলে কোনো আলোকরশ্মি প্রতিফলক তলের উপর আপতিত হওয়ার ফলে, আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলা হয়। অন্যভাবে বলা যায়, আপতন বিন্দুগামী এবং বিভেদ তলের উপর লম্বভাবে অংকিত সরলরেখাকে অভিলম্ব বলে। আরও পড়ুনঃ শক্তির নিত্যতা সূত্র কি? উদাহরণসহ ব্যাখ্যা। আপতিত রশ্মি কাকে বলে? নিয়মিত প্রতিফলন কাকে বলে? সুষম বেগ কাকে বলে?