নিম্নে সেন বংশ সম্পর্কে কিছু প্রশ্ন ও এক কথায় উত্তর দেওয়া হলো।
1। সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্তসেন।
2। সেন বংশ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ 1050 সালে সেন বংশ প্রতিষ্ঠিত হয়।
3। সেন বংশের প্রথম রাজা কে?
উত্তরঃ হেমন্ত সেন
4। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উত্তরঃ সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট বিজয়সেন।
5। সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বিজয়সেন।
6| বিজয় সেনের সেনের রাজত্বকাল কত সময় ছিলো?
উত্তরঃ ১০৯৮-১১৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত
7। সেন বংশের সর্বশেষ রাজা কে?
উত্তরঃ বিজয় সেনের পুত্র
8। বখতিয়ার খিলজী কত সালে বাংলা আক্রমণ করেন?
উত্তরঃ ১২০৪ খ্রিষ্টাব্দে।
আরও পড়ুন