সীমানার জিয়াদা কাকে বলে
তিহাটি মৌজার সীমানার মাঝে একশরে একটি ৬০ কড়ি ব্যাসবিশিস্ট ত্রিভুজ আকারের পাথর নিমার্ণ করা থাকে। তাকে ত্রিসীমানা, জিয়াদা বলে।
এটি সরজমিনে পুতেঁ দেওয়া হয় । এটি অতি প্রয়োজনীয় স্থায়ী পাথর। যদি প্রয়োজনে উহা স্থানান্তরিত করার প্রয়োজন হয় তাহলে সরকারী আমিন এসে পুনঃপ্রতিষ্ঠা করে যাবেন। কোন বৃহত্তম মৌজার নকশা যদি একটি সিটে না ধরে তখন দুটি বা ততোধিক সিটে নকশা আঁকতে হবে এবং উভয় সিটের মধ্যে মিল রাখার জন্য যে লাইন দেওয়া হয় তাকে মার্জিন লাইন বলে ।