সিপিইউ কি
সিপিইউ (CPU) এর পূর্ণ রূপ হলো সেন্টার প্রসেসিং ইউনিট (Center Processing Unit)। সিপিইউকে কম্পিউটারে প্রাণ বলা হয়। কারণ,ত এটিই হলো কম্পিউটারের প্রধান অংশ, যার মাধ্যমে কম্পিউটারে সব ডাটা (Data) প্রসেসিং এর কাজ নিয়ন্ত্রণ করা হয়।
একটি কম্পিউটারের কাজের ক্ষমতা সিপিইউর উপর নির্ভর করে। সিপিইউকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। যেমন: ১। নিয়ন্ত্রন অংশ (Control Unit) ২। গাণিতিক যুক্তি অংশ (Arithmetic logic unite) ৩। রেজিষ্টার মেমরি (Register Memory)
অনুরূপ আর্টিকেলস: