Close

সমান্তরাল রেখা কাকে বলে? সমান্তরাল রেখার বৈশিষ্ট্য।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করবো, সমান্তরাল রেখা কাকে বলে ও সমান্তরাল রেখার বৈশিষ্ট্য।

সমান্তরাল রেখা কাকে বলে

যদি একই সমতলে অবস্থিত দুই বা তারও অধিক সরলরেখা চলার পথে পরস্পরকে কোথাও স্পর্শ না করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে।

সমান্তরাল রেখার বৈশিষ্ট্যঃ

১। যদি দুটি সরল রেখার একটির যেকোনো দুইটি বিন্দু থেকে অপর রেখার লম্ব-দূরত্ব পরস্পর সমান হয়, তবে তাদের সমান্তরাল রেখা বলা হয়।

২। দুই বা ততদিখ রেখা কখনও একে অপরকে ছেদ করে না বা দুরত্ব কম/বেশী হয় না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *