প্রিয় বন্ধুরা, আপজকে আমার আলোচনা করবো সংখ্যা রেখা কাকে বলে বা সংসংখ্যারেখার সংজ্ঞা।
সংখ্যা রেখা কাকে বলে
বাস্তব সংখ্যাকে জ্যামিতিক আকারে প্রকাশের উপায় হলো সংখ্যারেখা। সংখ্যারেখা হলো একটি সরলরেখা যা দু’দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। এর মধ্যবিন্দুকে শূন্য ধরে ডানদিকে ধনাত্মক এবং বামদিকে ঋণাত্মক সংখ্যাগুলিকে স্থাপন করে বাস্তব সংখ্যা কে জ্যামিতিকভাবে উপস্থাপন করাকে সংখ্যারেখা বলে।
এড দেখে এবং গেম খেলে বিটকয়েন আয় করুন coinpayu, jumptask, AdBTC
আরও পড়ুনঃ