ক্যাকরণ কী?
”ব্যাকরণ” একটি সংস্কৃত শব্দ। এর ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষন করা। বি+আ+কৃ+অন= ক্যাকরণ
প্রত্যেক ভাষার’ই নির্দিষ্ঠ গঠণশৈলী থাকে। যা নানা উপাদান দিয়ে গঠন হয়।
ব্যাকরণ কাকে বলে বা ব্যাকরণের সংঘ্যা
যে পুস্তক পাঠ করলে ভাষার গঠনপ্রকৃতি ও স্বরূপ নির্ণয় করা যায়, ভাষার সঠিক গঠনে সুবিন্যাস্ত করা যায় ও ভাষাকে শুদ্ধ রুপে পড়তে, লিখতে ও বলতে পারা যায়, তাকে ব্যাকরণ বলে।
ব্যাকরণের কাঠামো
ব্যাকরণের কাঠামো চারটি বিষয়ে আলোচান করা হয়। যথা:
- ধ্বনিতত্ত্ব (Phonology)
- রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব (Morphology)
- বাক্যতত্ত্ব (Syntax)
- অর্থতত্ত্ব (Semantics)
ব্যাকরণের বিষয়বস্তু
ব্যাকরণের বিষয়বস্তু হলো তিনটি
- ধ্বনি (Sound)
- শব্দ (Word)