Close

ফজরের নামাজ কয় রাকাত ও কি কি ? কিভাবে আদায় করতে হয়?

প্রিয় আলোর পথের বন্ধুরা, শুদ্ধ ও সঠিকভাবে নামাজ আদায় করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। তাই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফজরের নামাজ কয় রাকাত ও কি কি ? কিভাবে আদায় করতে হয়? ফজর নামাজের সুন্নত আগে না পরে, এই বিষয়ে নিয়ে বিস্তারিত।

ফজরের নামাজ বা সালাতুল ফাজ্’র দিয়ে দিনের শুরু হয়। অনেকেই এটা নিয়ে সন্দিহান যে, ফজর নামাজ কয় রাকাত বা অনেক নতুন মুসলিম হয়েছেন এবং নামাজের সঠিক নিয়ম জানার আকাঙ্খা রয়েছে।

ফজরের নামাজ কয় রাকাত

ফজরের নামাজ বা সালাতুল ফাজ্’র এ সর্বমোট চার রাকাত নামাজ রয়েছে। যার মধ্যে দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ আছে। প্রথমে, সুন্নাত দুই রাকাত নামাজ নিজে পড়তে হয় এবং মসজিদে নামাজ আদায় করলে ফরজ দুই রাকাত ইমামের সাথে জামাতে পরতে হয়। মসজিদে যেতে না যেতে পারলে বাসায় আদায় করে নেওয়া যায়। তবে মসজিদে নামাজ আদায় করা সব থেকে উত্তম।

ফজরের নামাজের সময়

সুবেহ সাদিক থেকে শুরু করে সূর্য উদয়ের পূর্ব মুহূর্ত বা ফর্সা আলো না আসা পর্যন্ত ফজরের নামাজ আদায় করা যায়।

হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করতেন। অতঃপর, মহিলারা চাদর মুড়ি দিয়ে ঘরে ফিরতেন। কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না”। [সহীহ বুখারী – ৮৬৭; সহীহ মুসলিম – ৬৪৫]

উক্ত হাদিস এর বর্ণনা মতে, তখনকার সময় ফজরের সালাত অন্ধকারে শেষ হতো। অতএব, আবছা অন্ধকার থাকা অবস্থায় ফজরের নামাজের সময় হিসেবে পরিগনিত হয় এবং এই সময় ফজরের সালাদ আদায় করতে হবে।

ফজরের নামাজ সুন্নত আগে না পরে ?

হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা মতে, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পূর্বে দুই রাকাত সালাত পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু অপেক্ষা উত্তম”। [সহীহ মুসলিম – ৭২৫; মিশকাত – ১১৬৮]

আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা মতে, “রাসূল সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সালাতের ওপর একটি সালাত বৃদ্ধি করেছেন, তা তোমাদের জন্য লাল উটের চেয়ে উত্তম। আর তা হচ্ছে ফজরের পূর্বে দুই রাকাত সুন্নত সালাত”। [কানযুল উম্মাল ফী সুনানিল আকওয়াল ওয়াল আফয়াল – ১৯৩৪১]

সমাপনীঃ

ফজরের নামাজ কত রাকাত ও কি কি এবং ফজরের নামাজের সময় নিয়ে আপনাদের আর কোন সন্দিহান নাই।

আরও পড়ুনঃ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *