আলোর নিয়মিত প্রতিফলন কাকে বলে, উদারহণসহ নিম্ন আলোচনা করা হলো।
নিয়মিত প্রতিফলন কাকে বলে
সমান্তরাল কতগুলো আলোকরশ্মি কোনও মসৃণ সমতলে আপতিত হলে, ওই রশ্মিগুলির প্রতিফলন, কিছু নিয়ম মেনে চলে এবং প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে একটি নির্দিষ্ট দিকে চলতে থাকে। এই রকম প্রতিফলনকেই আলোর নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলন বলে।
নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুচ্ছ আপতিত রশ্মিগুচ্ছের মতোই হয়। যেমন, আয়না, স্থির জলের উপরিতল, মসৃণ ধাতব তল ইত্যাদি থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।
আরও পড়ুনঃ