দ্বৈত নাগরিকতা কাকে বলে
একজন ব্যক্তি যদি একই সঙ্গে দু’টি রাষ্ট্রের নাগরিকতা অর্জন করে তখন তাকে দ্বৈত নাগরিকতা বলে।
সাধারণত একজন ব্যক্তি একটি মাত্র রাষ্ট্রের নাগরিক হয়ে থাকে বা নাগরিকতা অর্জনের সুযোগ পায়। তবে, জন্মসূত্রে নাগরিকতা অর্জনের সুযোগ থাকার মতো দুটি নীতি থাকায় অনেক দেশের ক্ষেত্রে দ্বৈত উপায়ে নাগরিকতা সৃষ্টি হতে পারে। যেমন– বাংলাদেশ নাগরিকতা নির্ধারণের জন্য জন্মনীতি অনুসরণ করে, অন্যদিকে আমেরিকা জন্মনীতি ও জন্মস্থান উভয় নীতিই অনুসরণ করে। এক্ষেত্রে দ্বৈত নাগরিকতা সৃজনশীল হবে।
আরও পড়ুন