প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা মিখতে যাচ্ছি, দিগন্ত রেখা বলে বা দিগন্ত রেখা কি এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা।
দিগন্ত বা দিকচক্রবাল বলতে সাধারণভাবে পৃথিবী ও আকাশের সীমারেখাটিকে বোঝায়। অধিকাংশ স্থানে প্রকৃত দিগন্তরেখাটি বাড়িঘর, গাছপালা ইত্যাদির দ্বারা দৃষ্টির বাইরে রয়ে যায়। এই সব ক্ষেত্রে গাছপালা, ঘরবাড়ি ইত্যাদির দ্বারা চিহ্নিত পৃথিবী ও আকাশের দৃশ্যমান ভেদরেখাটিকে “দৃশ্যমান দিগন্ত” বলা হয়।
দিগন্ত রেখা কাকে বলে
দূরে কোন সমুদ্র বা বিশাল প্রান্তরের অর্থাৎ দুরবর্তী কোনো নিদৃষ্ট একটি স্থান থেকে লক্ষ করলে মনে হয়, আকাশটা যেন ক্রমশ নিচু হয়ে বৃত্তাকারভাবে ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠের সাথে মিলে গেছে। যে রেখা বরাবর আকাশটা ভূমি পৃষ্টোতে মিশেছে বলে মনে হয়, সেই মিলিত বৃত্তাকার রেখাকে দিগন্ত রেখা বা horizon বলে।
ভূমিপৃষ্ট থেকে যত উপরে ওঠা যায় দিগন্তরেখার পরিধি ততই বাড়তে থাকে। এই একি রকম ঘটনা পৃথিবীর উপগ্রহের সাথেও ঘটে। উপগ্রহটি যত উপর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করবে সেই উপগ্রহের দ্বারা পৃথিবীপৃষ্ঠের ততবেশি পরিমাণ অংশ দেখা যায়। তবে তা কখনই অর্ধেকের বেশি হবে না। ঠিক তাই, মহাকাশ থেকে তোলা ছবিতে আমরা পৃথিবীর কেবল অর্ধেক অংশই দেখতে পাই।
দিগন্ত শব্দটি এসেছে সংস্কৃত दिगन्त (দিগন্ত=দিক্+অন্ত অর্থাৎ দিকের শেষ) শব্দ থেকে।
আরও পড়ুনঃ