তড়িৎদ্বার কাকে বলে
তড়িৎদ্বার হলো একটি ধাতব পরিবাহী বস্তু যাদের বিগলিত তড়িৎবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের উদ্ভব ঘটানোর কাজে ব্যবহার করা হয়। সেখানে একটি মাধ্যম দিয়ে বিদ্যুৎ কোষে প্রবেশ করে এবং অপরটি মাধ্যম দিয়ে বিদ্যুৎ কোষ থেকে বের হয়ে যায়।
লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের অসুবিধা
লিথিয়াম-আয়ন ব্যাটারিতে দাহ্য বা তাপ উৎপন্ন করতে সক্ষম প্রাকৃতির ইলেকট্রোলাইট অধিক চাপে থাকে। তাই এটি অবস্থাভেদে অনেক বিপদজনক হতে পারে এবং দুর্ঘটনা ঘটাতে পারে। তাই এটিতে গঠনগতভাবে নিরাপদ ব্যবস্থা রয়েছে। তবুও অনেক কোম্পানির তৈরিকৃত লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে কিছু সময় দুর্ঘটনার সংবাদে এসেছে। পরবর্তীতে ঐ কোম্পানিগুলোর লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যাচ বাজার থেকে তুলে নেয়া হয়েছে। ব্যবহার শেষে লিথিয়াম-আয়ন ব্যাটারি কখনো আগুনে ফেলা যাবে না। কারণ, এতে বিস্ফোরণ ঘটবে।
সমাপনী
সর্বপরি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারে সকলের সাবধানতা অবলম্বন করা উচিৎ। বর্তমানে মোবাইল ফোনে লিথিয়ার আয়ন ব্যাটারির ব্যবহার লক্ষ করা যায়। অনেক সময় মোবাইল ফোন ব্লাস্ট হয়ে অনেক দুর্ঘটনার খবরও শোনা যায়।
আরো পড়ুন