জবর দখল কী?
১৯০৮ সালের তামাদি আইনের ২৮ ধারায় জবর দলখ সম্পর্কে তুলে ধরা হয়েছে।
সাধারনত, জবর দখল (Adverse Possession) অর্থ হলো বিরুদ্ধদখল। অর্থাৎ অপরের সম্পত্তি জোর করে নিজের অধিকারে রেখে প্রকাশ্যভাবে সম্পত্তির মালিকের জ্ঞাতসারে নিরবিচ্ছিন্নভাবে প্রাচীর বা বেড়া দিয়ে চাষাবাদ বা অন্যকোন ভাবে ভোগ দখল করাকেই জবর দখল বলে।
জবর দখলের তামাদি আইন
তামাদি আইনের ধারা ২৮ ও ১ নং তফসিলের ১৪২ অনুচ্ছেদ অনুসারে, কোন সম্পত্তি ১২ বছর জবর দখলকারীর অধীনে থাকলে উক্ত সম্পত্তিতে জবরদখলকারীল স্বত্ত্ব সৃষ্টি হয় এবং মূল মালিকের স্বত্ত্ব বিলুপ্ত হয়।
আরও পড়ুন