ছায়াবৃত্ত কাকে বলে
সব সময় পৃথিবীতে একটি অংশ আলোকিত ও অন্য অংশ অন্ধকার থাকে। আর এই আলোকিত এবং অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার একটি অংশ থাকে, তাকে ছায়াবৃত্ত বলে। আবর্তন প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীর যে অংশ অন্ধকার অংশ থেকে ছায়াবৃত্ত পার হয়ে আলোকিত অংশ পৌঁছায় সেখানে প্রভাত হয়। সকাল হওয়া কিছুক্ষন আগে যখন ক্ষীণ আলো থাকে সেখানে ঊষা এবং সন্ধ্যার হওয়ার কিছুক্ষণ পূর্বে যখন ক্ষীণ আলো থাকে সে সময়কে গোধূলি বলা হয়।
সমাপনী
পরিশেষে বলা যায়, আবর্তন প্রক্রিয়ার সময় অন্ধকার অংশ ও আলোকিত অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকেই ছায়াবৃত্ত বলা হয়।
আরও পড়ুন