চলক কাকে বলে
নিম্নে চলক এর সংজ্ঞা দেওয়া হলো। চলক বলতে আমরা বুঝি যে, সমীকরণে একটি মাত্র অজ্ঞাত রাশি বিদ্যমান থাকে, তাকে গনিতের ভাষায় এক চলক বিশিষ্ট সমীকরণ বা সরল সমীকরণ বলা হয়।আমরা আরো জানি x+3=5 একটি সমীকরণ। আর এটি সমাধান করতে হলে অজ্ঞাত রাশি x এর মান বের করে থাকি। এখানে x অজ্ঞাত রাশি একটি চলক।
আরো পড়ুন